ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ‘দুই টাকায় হাসি’ প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৪তম পর্বে প্রায় ৫০ জন এতিম শিশুদের দুপুরের খাবার দেয়া হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরের উপজেলার কন্যাদহ সিদ্দিকীয়া এতিমখানা (হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং) এ ‘দুই টাকায় হাসি’ প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৪তম পর্বে প্রায় ৫০ জন এতিম শিশুদের নিয়ে খাবার হিসেবে সাদা ভাত, ডাল, গরুর মাংস ও দইয়ের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক মো. রাশেদ আহম্মেদ, সহ-সমন্বয়ক মো. মারুফ হোসেন, মো. তুহিন মোল্যা, আব্দুল্লাহ আল জুবায়ের, আবুল কালাম আজাদ, মো. আব্দুস সুবহান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্ন চারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারু দেশসহ অন্যান্যরা।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ‘দুই টাকায় হাসি’ কর্মসূচি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতেও এটি চলমান থাকবে বলেও জানান। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারু দেশ বলেন, প্রগতি সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে এবং এই কার্যক্রম শুধু মাত্র ঝিনাইদহে নয়, বরং পুরো দেশব্যাপী যেন চলমান থাকে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক মো. রাশেদ আহম্মেদ বলেন, এই কর্মসূচি সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর অন্যতম মাধ্যম। তাই সবসময় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমরা যেন আরও দুর্বার গতিতে সামনে অগ্রসর হতে পারি। এতিম ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে পারি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available