দিনাজপুর প্রতিনিধি: র্যাবের অভিযানে দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুর রহমান বিরল থানার ৪নং শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর পৌর শহরের কোতয়ালী থানার পাহাড়পুরের মৃত হারুন অর রশিদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় পাচার করার চেষ্টা চালাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিনাজপুর সিপিসি-১-এর একটি চৌকস অভিযানিক দল আব্দুর রহমানের বাড়ির পাশে ওঁথ পেতে অবস্থান নেয়। এসময় সে অভিনব কায়দায় কাঁচা আমের বস্তা সাজিয়ে এর ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ লুকিয়ে ট্রাকে লোড করে। র্যাব ৪টি বস্তায় মোট ২৪৮ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপসহ তাকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, আটক শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মূলহোতা। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তার পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিগ্রিপ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছে।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে। র্যাব বাদী হয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available