• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৩:০৩:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৩:০৩:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ, রিভলভার উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৩৬:১৬

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ, রিভলভার উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে জাহিদুল হাসান রেহান (২২) নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি রিভলভার ও ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানা যায়।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে ঘটনাটি ঘটে। জাহিদুল হাসান রেহান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করে। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অস্বাভাবিক হয়ে পড়েছে। আমাদের এলাকায়ও প্রতিদিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। গত কয়েকদিনে আমরা কয়েকজন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছি। গতরাতেও এমনএক ঘটনায় ছিনতাইকারী রেহানকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়। ওইসময় পুলিশ একটি রিভালভার ও ম্যাগাজিন উদ্ধার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাকিমপুর থানা আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২০:২৬



কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪২:৫৩