নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে ফরিদ শেখ নামে মাদক মামলার এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মহিলাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন এ তথ্য নিশ্চিত করে জানান, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে।
হামলার ঘটনায় গ্রেফতাররা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)। তবে ফরিদ শেখকে এখনো গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।
এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেফতারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available