আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি: প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রাঙামাটি সদরে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ চাঁদা কালেক্টর পলাশ ওরফে ছাতি ওরফে সুদীপ্ত চাকমা নামের এক উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়েছে।
১৪ মে রোববার সকাল ১০টার সময় রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সংগঠনের দায়িত্ব পালন করতে সেখানে একটি ঘরেই অবস্থান করার সময় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাপছড়ি ইউনিয়নের মেম্বার সুনীল চাকমা মুঠোফোনে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে এমন একটি খবর শুনেই আমরা পুলিশের একটি টিমকে নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর বিস্তারিত জানাতে পারবো।
ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করতে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানিয়েছেন, আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মরদেহ উদ্ধারে রওয়ানা দিয়েছি। তিনি জানান, ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় এবং বৃষ্টি হওয়ার কারণে পায়ে হেটে আমরা পৌঁছাতে দেরি হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available