কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।
বিজিবির ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ২ লাখ ৯৪ হাজার পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করে।
অভিযানের বিষয়ে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এশিয়ান টিভি অনলাইনকে বলেন, চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available