• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:১০:১৯ (28-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:১০:১৯ (28-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে পৃথক স্থানথেকে ৩ জনের মরদেহ উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫৪:২৩

গাজীপুরে পৃথক স্থানথেকে ৩ জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে পৃথক পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়া থেকে এক বৃদ্ধ এবং টঙ্গী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। 

২৮ ফেব্রুয়ারি শুক্রবার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরের কাপাসিয়ায় হাঁটতে বের হয়ে সড়কে পড়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অনিল চন্দ্র সূত্র ধরের (৬২) মৃত্যু হয়েছে। অনিল চন্দ্র সূত্র ধর উপজেলার কড়িহাতা গ্রামের রবীন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা আশ্রয় কেন্দ্রে বসবাস করতেন।

তার স্ত্রী শিলারানী সূত্র ধর বলেন, সকাল সাড়ে ৫টার দিকে তিনি (স্বামী) বাড়ি থেকে হাঁটতে বের হয়েছেন। কিছুসময় পর স্থানীয় আব্বাসিয়া বাড়ির মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে এসে দেখে আমার স্বামী সড়কের উপর মৃত অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে হাঁটার সময় হোঁচট খেয়ে সড়কে পড়ে মৃত্যু হয়েছে।

তরগাঁও ইউনিয়ন (ইউপি) পরিষদের স্থানীয় সদস্য আমজাদ হোসেন বলেন, পরিবারের সাথে কথা বলেছি। কীভাবে মারা গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে নিহতের কারো সাথে কোনো বিরোধ ছিল না।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আমরা নিহত বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি একটি আশ্রয় কেন্দ্রে থাকতেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ নদী থেকে ওলি (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন রাত ৯টার দিকে নদের কামারপাড়া সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবুল কাশেম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কামারপাড়া সেতুর নিচে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহতের পরিবারের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

এদিকে, গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার মৃত জমিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টঙ্গীর আমতলী এলাকায় সড়ক পার হচ্ছিলেন শওকত আলী। এ সময় সিলেটগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাজিরায় সিএনজি উল্টে যুবক নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১২:৫১

‘জাতীয় নাগরিক পার্টি’র কমিটিতে পদ পেলেন যারা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৫:৩২


দেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৭:৩০


আগামীর বাংলাদেশ পরিচালিত হবে নতুন সংবিধানে: আখতার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:২৪

দায়িত্ব গ্রহণ করলেন তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০১:২৫