সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে রমজান উপলক্ষে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাব’র উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, দহবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান, সমাজসেবক ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিরা উপহার বিতরণ শেষে সুবিধাবঞ্চিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
জরমনদী গ্রামের বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘রমজানে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। ঈদের দিন সন্তানদের মুখে হাসি ফোটানোর চিন্তায় রাতে ঘুম আসত না। আজ এ উপহার পেয়ে আমার দুশ্চিন্তা অনেকটাই কমে গেল। আল্লাহ তাদের মঙ্গল করুন।’
আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় আমরা এ উদ্যোগ নিয়েছি, যাতে সমাজের অসহায় মানুষরা রমজান ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আমরা চাই কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু বলেন, ‘এ ধরনের উদ্যোগ সমাজে সংহতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে এ কার্যক্রম আরও অর্থবহ হয়ে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available