কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশ জুড়ে অশ্লিলতার প্রসার, ক্রমাগত ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই ও মাদকের সহজলভ্যতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র জনতা।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিবাদ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল গেট থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন ও করেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের, নাগেশ্বরী সরকারি কলেজের ছাত্র, আবু সাঈদ সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। এছাড়া, জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন, তাদেরকেও কোনো কথা বলতে দেখছি না। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি।
বক্তারা আরও বলেন, প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করছে যে, তারা আমাদের কথা শুনবে। এখন আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে যাচ্ছি। তারা আমাদের দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হলে আমরা সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালন করবো বলেও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available