• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:২৩:৪০ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:২৩:৪০ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১ মার্চ ২০২৫ সকাল ১০:৩৬:৩০

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে চোরাকারবারি সন্দেহে গুলির এই ঘটনা ঘটে। তবে নিহতের মরদেহ এখনও হস্তান্তর করেনি ভারত। নিহত আল-আমীন (৩২) উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর জানান, গতকাল (শুক্রবার) রাতে আল-আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি আমার অফিসারদের জানিয়েছি। আজকে বিজিবি-বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









১১তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত
১ মার্চ ২০২৫ সকাল ১১:১৯:৪০