• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:২৮:৪১ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:২৮:৪১ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দম্পতি অগ্নিদগ্ধ

১ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৪:২০

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দম্পতি অগ্নিদগ্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। ১ মার্চ শনিবার সকালে ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা বের হন। পরে ওই ভবনের নিচতলায় আগুন দেখে তারা নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলে কক্ষের ভেতর থেকে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কক্ষের ভেতরে সব এলোমেলো। ওই কক্ষে থাকা এক দম্পতি দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ