মানিকগঞ্জ প্রতিনিধি: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠনের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু এবং সুজন জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদার।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে, প্রয়োজনীয় সংস্কার সাধন করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় অংশগ্রহণকারীরা সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available