• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:২৮:১৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:২৮:১৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরি: এমিলি

১ মার্চ ২০২৫ বিকাল ০৩:১২:১২

নারায়ণগঞ্জ জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরি: এমিলি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি বলেছেন, নারায়ণগঞ্জ এমন একটি প্রসিদ্ধ শহর যেখানে একটি খেলার মাঠ নেই। নারায়ণগঞ্জ এমন একটি জেলা এই জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরি।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রগতি ডিগবল টুর্নামেন্টো ফাইনাল খেলায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমার মা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে এয়ারপোর্ট থেকে সঙ্গে সঙ্গে মার কবরস্থান জিয়ারত করতে গেলাম। জিয়ারত করতে গিয়ে স্টেডিয়াম দেখে অবাক হলাম এটা কোন স্টেডিয়াম? এই স্টেডিয়ামকে বলা হতো কর্নেল ওসমান স্টেডিয়াম। যে স্টেডিয়ামে খেলাধুলা করে মানুষ হয়েছি বড় হয়েছি। কিন্তু দুঃখের বিষয় জানতে পারলাম শামীম ওসমানের শ্যালক এই স্টেডিয়ামকে পৈত্রিক সম্পত্তি হিসেবে বিক্রি করে দিয়েছে। তখন সত্যিকার অর্থে কি নারায়ণগঞ্জ স্টেডিয়াম দেখে মার জন্য কান্না করবো কি তার আগেই আমার কান্না চলে আসলো।

এমিলি আরো বলেন, সিদ্ধিরগঞ্জ বাসীকে সাক্ষী রেখে গিয়াস উদ্দিনের উদ্দেশ্যে তিনি বলেন, আমি একটি দাবি করছি আপনি সিদ্ধিরগঞ্জে একটি স্টেডিয়াম করে দিবেন। খেলাধুলা এমন একটি পবিত্র জায়গা স্টেডিয়াম করে দিলে এই জায়গা থেকে নেশা একেবারে উৎখাত হয়ে যাবে। ফুটবল আমি বাংলাদেশে অনেকদিন খেলেছি। বাংলাদেশের ইতিহাসে আমি একমাত্র খেলোয়াড় যে ১৬ বছর বয়সে ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছি।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের গৌরব নারায়ণগঞ্জের মানুষের উদাহরণ বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের অন্যতম একজন খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি। আজ আমি অনেক আনন্দিত আমার ছোট ভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পেয়ে।

নারায়ণগঞ্জকে যারা সারা দেশে এবং বিশ্বে পরিচয় ঘটিয়েছে সুনাম সু.খ্যাতি বয়ে এনেছে তাদের মধ্যে ফুটবল খেলায় অন্যতম এমিলি। ঢাকার মাঠে যখন খেলতে নামতো পুরো গ্যালারি থেকে এমিলি এমিলি চিৎকার উঠতো। আরও বেশি আনন্দিত যে এমিলি নারায়ণগঞ্জের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি।

তিনি আরো বলেন, খেলায় যারা অংশগ্রহণ করেছে সংগঠক হিসেবে আমি যাদেরকে দেখলাম প্রত্যেকটা দল আন্তরিকতার সাথে গঠন করেছে। খেলায় যে অংশগ্রহণ করেছে খেলোয়াড়রা তারাও আন্তরিকতার সাথে খেলেছে। খেলাধুলা আমাদের সন্তানকে অনেক উপরে নিয়ে যেতে পারে।

ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক, বিশিষ্ট ব্যবসায়ী বদর উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি, এম, সাদরিল, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাঈনুদ্দিন, শিশির ঘোষ অমর, বিমল চন্দ কর্মকার পল্টু, সোহেল রানা, রিফাত হোসেন ও রাজিব আহমেদ প্রমুখ।

উক্ত খেলা পরিচালনা করেন, লুৎফুর রহমান জিমি, সাব্বির হোসেন, মেহেদী হাসান, মাহমুদুল হাসান শ্রাবণ ও সোয়াদ। উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হন তরুণ দল উওর আজিবপুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ