মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ শুরু করেছে মাটিরাঙ্গা উপজেলার বিশেষ টাস্কফোর্স কমিটি।
১ মার্চ শনিবার বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের নেতৃত্বে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাজার মনিটরিং সহ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে ওজনে কম দেওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় শুঁটকি ব্যবসায়ী মিয়া চানকে দুই হাজার এবং ফল ব্যবসায়ী জয়নালকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন খন্দকার (মুকুট), খাদ্য কর্মকর্তা, পুলিশ সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অভিযানকালে ইউএনও মনজুর আলম বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, আজকে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েকটি দোকানে ওজনে কম দেওয়ায় তাদেরকে জরিমানা আরোপ করা হয়েছে, এবং সতর্ক করে দেওয়া হয়েছে। আমরাও সতর্ক রয়েছি কোন ভাবে যেন ব্যবসায়ীরা ভোক্তাকে ঠকাতে না পারে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available