স্টাফ রিপোর্টার, গাজীপুর: শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১ মার্চ শনিবার সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।
অভিযান শেষে তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ছিলেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিকের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।
জানা যায়, মাদক ব্যবসার জমজমাট খোলাবাজার হিসেবে খ্যাত টঙ্গী হাজী মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন হয়। রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাদক যায়।
মাদকের পাইকারি বাজার এই মাজার বস্তিতে প্রায় শতাধিক মাদকের দোকান রয়েছে। বাসা বাড়ি ও দোকান থেকে নিয়মিত পাইকারি হিসেবে মাদক বিক্রি হয়। এখান থেকে স্থলপথ, রেলপথ ও জলপথে দেশের বিভিন্ন স্থানে মাদক যায়। কক্সবাজার থেকে সরাসরি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক টঙ্গীর মাজার বস্তিতে আসে। আর এখান থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি বিক্রি হয়ে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available