সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইকৃত ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়।
১৪ মে রোববার সকাল সাড়ে ১১ টায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ (২৪) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ এলাকার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী (৪২)।
তারা সবাই রাজধানীর কেরাণীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান বলেন, গ্রেফতাররা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো।
এদের কৌশল হলো দুই বা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা ওই রিকশায় একটি নিদিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন। পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন।
তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয় চক্রের সদস্যকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available