• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে বোর ধান-চাল সংগ্রহ শুরু

১৪ মে ২০২৩ সন্ধ্যা ০৭:১১:৩৫

কালাইয়ে বোর ধান-চাল সংগ্রহ শুরু

কালাইয়ে বোর ধান-চাল সংগ্রহ শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: সারাদেশে একযোগে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ধান ও চাল ক্রয় করা শুরু করেছে জয়পুরহাটের কালাই খাদ্য গুদাম। চলতি বছরে সরকারিভাবে ৫ হাজার ৬২৮ টন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১৪ মে রোববার দুপুর ২টায় কালাই উপজেলায় নতুন খাদ্যগুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩ সালের বোরো মৌসুমে উপজেলার দুই খাদ্য গুদামে চাষিদের কাছ থেকে ধান ও নিবন্ধিত মিলারদের নিকট থেকে সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৯৩৬ মেট্রিক টন ধান এবং মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪৪ টাকা দরে ৪ হাজার ৬শ’ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত এ ক্রয় অভিযান চলবে।  

এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো. শাহান শাহ হোসেন, উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ আকন্দ, সাধারণ সম্পাদক মো. হুমায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি শফিউর রহমান বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারব। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০