স্টাফ রিপোর্টার, মুকসুদপুর: পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখা।
১মার্চ শনিবার মুকসুদপুর উপজেলা শাখার নিজস্ব কার্যালয় হতে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইমরান সরদারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সূরা সদস্য পৌর জামাতের সেক্রেটারী আবু তালিব ফরাজীর পরিচালনায় একটি র্যালী বের করা হয়।
এ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার নিজ কার্যালয় কমলাপুর থেকে মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড় বাসস্ট্যান্ডের চৌমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
র্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available