• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খানসামায় মাদকবিরোধী অভিযানে বাধা, ২ জনের কারাদণ্ড

৩ মার্চ ২০২৫ সকাল ১০:৫২:৩৫

খানসামায় মাদকবিরোধী অভিযানে বাধা, ২ জনের কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটকের ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয়েছে পুলিশ সদস্যদের। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওই দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, ১ মার্চ শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসায়। অভিযানে মাদক সেবনকালে নুর আলম (৩২) ও মো. সেলিম (২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ছাড়িয়ে নিতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানান এবং বাকবিতণ্ডায় জড়ান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।  

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও আমরা কঠোর অবস্থানে রয়েছি। আটকদের কারাগারে পাঠানো হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে।

এছাড়া, অভিযানে মাদক কারবারি বুলু ভূঁইয়া (৩২) কে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই দিন পুলিশের আরেকটি অভিযানে নিতাই চন্দ্র রায় নামে এক মাদক কারবারিকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ