সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
৩ মার্চ সোমবার সকাল ১০ টায় সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বালুর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত বাজার চালু করা হয়েছে।
রমজান মাস জুড়ে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বাজার চলবে বলে জানা গেছে। বাজার উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহাসহ অনেকে।
বাজারে আসা এক ক্রেতা বলেন, গরুর মাংস ৬৫০ টাকা কেজি এবং পাঙ্গাশ মাছ ১৫০ টাকা কেজি দরে কিনলাম। অন্য সব বাজারে তুলনায় মাছ এবং মাংসে ৫০ টাকা কেজিতে কম পেয়ে বেশ ভালো লেগেছে।
একজন বিক্রেতা বলেন, বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। বেচাকেনা কম হচ্ছে। বাজারে ক্রেতা না আসলে আমাদের টিকে থাকতে সমস্যা হবে।
এই বাজার চালু হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা বলেন, এই ধরনের উদ্যোগ নেওয়ায় উপজেলা বাসীর জন্য বেশ ভালো হলো। আমরা আশা করি কিছুটা হলেও মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এই ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available