• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:০৩:৫১ (03-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:০৩:৫১ (03-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

৩ মার্চ ২০২৫ দুপুর ০২:১৬:২৭

কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক মামুন রানার বাড়িতে অনশনে বসেছে মোছা. শারমিন নাহার নামের এক তরুণী।

২ মার্চ রোববার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামে ঘটনাটি ঘটে। শারমিন নাহার স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় সিরাজুল ইসলামের ছেলে প্রেমিক মামুন রানা ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শারমিন নাহার বলেন,‘মামুন বিয়ের আশ্বাস দিয়ে সাত মাস ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। গত পরশু মামুনের কর্মস্থল এলাকা বগুড়া আদমদিঘীতে আমাকে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কাটিয়েছি। পরে কয়েল আনার কথা বলে সেখান হতে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে চলে আসি। রোববার সকাল থেকে আমি তার বাড়িতে অনশন করছি। আমাকে বিয়ে না করলে গলায় দড়ি দেবো।’

স্থানীয় প্রতিবেশী মাহবুবুর রহমান বলেন,‘সকাল থেকে দেখছি শারমিন অনশনে রয়েছে। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানা জানির পর মেয়ের বাবা মা তাকে বাড়িতে উঠতে না দিলে উপায় না পেয়ে সে মামুন রানার বাড়িতে অনশনে বসেছে। দুজনে একই গ্রামের বাসিন্দা।’

মামুন রানার মামাত ভাই আব্দুস সালাম বলেন,‘সকাল থেকে শারমিন বিয়ের দাবিতে আমাদের বাড়িতে এসেছে। তার কাছে কিছু প্রমাণও দেখলাম। আমি মামার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।’

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুল্লাহ বলেন, আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা
৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫১