রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা বিক্রিকালে মো. আরিফুল ইসলাম (৩০) ও মো. আব্দুল আজিজ(২৮) দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়।
২ মার্চ রোববার সকালে গ্রেফতার দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. আরিফুল ইসলাম উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বদি উদ্দিন তালুকদার বাড়ির মতিউর রহমানের ছেলে ও মো. আব্দুল আজিজ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গাবতল খলিফা পাড়া এলাকার মো. নবীর হোসেনের ছেলে।
এ ঘটনায় গত ১ মার্চ দিনগত রাত ১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড মো. আজিজের ছেলে মো. জসিম (৩৩) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী জসিম হোসনাবাদ বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে মোগলের হাট বাজার এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশাযোগে অভিযুক্ত আরিফ ও আজিজ তাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকায়। তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মামলার ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে বলে। এসময় তাদের হাত থেকে বাঁচার জন্য জসিম শোর চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের দু’জনকে আটক করে। তখন তারা উপস্থিত সবাইকে ডিবি পুলিশ পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
তবে স্থানীয় বেশ কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ইয়াবা ক্রয় করে টাকা কম দেয়ায় এ দুই পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে উপস্থিত লোকজনকে ভয় দেখানোর জন্য নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সরে যেতে বলে। স্থানীয়রা তাদের পুলিশের আইডি কার্ড দেখাতে বললে তারা দেখাতে পারেনি। পরে উপস্থিত লোকজন আরিফ ও আজিজকে আটক করে এবং বাকি দুইজন পালিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, ‘ভুক্তভোগী জসিম থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available