• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৫৫:৩৩ (03-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৫৫:৩৩ (03-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

৩ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৬:২৪

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে রাজনৈতিক কথাকাটাকাটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।

২ মার্চ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুজিবনগর উপজেলার কেদারাগঞ্জ বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের হাসমত খাঁ’র ছেলে জসিম উদ্দীন (৪০), আরোজ আলীর ছেলে শেরেগুল ইসলাম (৪২), মতেহার আলীর ছেলে জাহান আলী (৪৩) ও আসমত আলীর ছেলে আব্দুর রশিদ ও হোটেল মালিক জানসুরাত (৫০)।

আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেদারাগঞ্জ বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে জসিম উদ্দীন, শেরেগুল ইসলাম, আব্দুর রসিদ ও জাহান আলী অপরপক্ষে ইয়াসিন (৪০), বোরহান (৪২), সাগর (২২), আশিক (৩০), দিদার (৩৫) ও সহোদর রুবেল এবং ছগির হোসেনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হন। হোটেল মালিক জানসুরাতকে মারধর করে এই ঘটনার জের ধরে দ্বিতীয় দফায় লাঠিশোঠা ও ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে পাঁচজন আহত হন।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা
৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫১