• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৫৩:২৬ (03-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১০:৫৩:২৬ (03-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ব্যাটারির কারখানায় অভিযান, ২ মাসের কারাদণ্ড

৩ মার্চ ২০২৫ বিকাল ০৩:১০:২৯

শ্রীপুরে ব্যাটারির কারখানায় অভিযান, ২ মাসের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে ব্যাটারির পানি উৎপাদন, বাজারজাত করণ করার দায়ে একটি কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।

২মার্চ রোববার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল। 

এ সময় ৮০০ কনটেইনার ব্যাটারির পানি জব্দ করা হয়। এবং এ সময় কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টুকেও গ্রেফতার করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বিএসটিআই আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘ এক দশক ধরে সংঘবদ্ধ একটি চক্র নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে আসছিলেন। হ্যামকো, ভলবো, নাভানাসহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামের মোড়ক লাগিয়ে প্রতারণা করে আসছিলেন, যা ব্যবহার করে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল। এছাড়া শিশু শ্রমিকদেরকেও এ কাজে নিয়োজিত করা হতো, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা
৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫১