• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৩৮:০১ (03-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৩৮:০১ (03-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

৩ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৬:২৬

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক করেছে (১০ বিজিবি) ব্যাটালিয়ন।

২ মার্চ রোববার রাতে কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্ট এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে বিজিবি টহল দল একজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটক ব্যক্তির নাম শাওন কর্মকার (৩৭)। তিনি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত ১টি আধার কার্ড, ১টি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার (প্যান) কার্ড এবং ১টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শাওন কর্মকার অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় আটক হন। এ ঘটনায় তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা
৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৫১