মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হন।
৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় সাতগাঁও ইউনিয়নের অন্তর্গত সাতগাঁও চা বাগানের সামনে মৌলভীবাজার টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হৃদয় রবিদাস (১৯) রাম দাসের ছেলে ও বিলাস দাস (১৭) কাজল দাসের ছেলে। দু’জনে আমড়াইলচড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিকদের নিয়া আঞ্চলিক মহাসড়কের প্রবেশ করাকালীন সময় গাড়ির চাকা পাংচার হইলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে গাড়িতে থাকা চা শ্রমিকগণ গাড়ির নিচে পরে ৬-৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয় নিয়ে নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজত আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available