রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ মার্চ সোমবার বিকেলে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, সাদ্দাম লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণা টিলার হানিফ ও মমতাজ দম্পতির ছেলে। প্রতি দিনের ন্যায় সাদ্দাম সকালে মাছ আহরণে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে জালের নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন।
মৃতের ছোট ভাই মোস্তাফিজ বলেন, আমার ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়। পরে দুপরের আমার বড় ভাই মাছ ধরে বাসায় ফেরার সময় আমার মেজো ভাইয়ের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মা কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকা নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে লঙ্গর করা।
তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এক পর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করি। তখন তার কোমরে এবং গলায় মাটির বস্তা বাঁধা ছিল।
মোস্তাফিজ আরও বলেন, কিছু দিন আগে আমার ভাইয়ের সাথে ভাবির ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত হলে আমরা সঠিক কারণটা জানতে পারবো।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য নেওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available