বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সোমবার সকালে জেলার মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড ওই গণশুনানির আয়োজন করে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল-বিরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন মোড়েলগঞ্জউপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময়, গণশুনানিতে অংশ নেয়া স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের সদ্য সমাপ্ত বেরি বাঁধের কাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল-বিরুনী।
সন্ন্যাসী লঞ্চ ঘাট থেকে ঘষিয়াখালী পর্যন্ত নতুন বেরি বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এ বাঁধটি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এটি বাস্তবায়ন হলে মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি ফিরে পাবে তাদের প্রাণ আর লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাবে লবণ পানির করাল গ্রাস থেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো. সেলিম মিয়া, মাষ্টার আসাদুজ্জামন, মাষ্টার সমির রঞ্জন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু ছালেহ, যুবনেতা লোকমান হোসেন বয়াতী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available