• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৫:৩৮ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৫:৩৮ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে ট্রলির আঘাতে প্রাণ গেল যুবকের

৫ মার্চ ২০২৫ সকাল ১০:১৯:২১

লক্ষ্মীপুরে ট্রলির আঘাতে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গাছ বহনকারী ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জোবায়ের (২৫) নামে আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা একই মোটরসাইকেলে চড়ে কোথাও যাচ্ছিলেন। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাদিরার গোজা-করাতিরহাট সড়কের ইকবাল ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাইদ সদর উপজেলার শমসেরাবাদ গ্রামের মৃত মাসুদ শাহাজান ও করাতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা দম্পতির একমাত্র ছেলে। গত দুবছর আগে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আকাইদ ঢাকায় অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট সড়কে গাছ বহনকারী নসিমন গাড়ির (ট্রলি) সাথে আকাইদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছিল।

বাবার মৃত্যুর পর একমাত্র ছেলের এমন মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে বইছে শোকের মাতম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ