• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:০৩:১৮ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:০৩:১৮ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

৫ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯:৩১

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ফুলগাছে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ।

৫ মার্চ বুধবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ বামন পাড়া গ্রামের ভুট্টা ক্ষেতে পড়ে ছিল মরদেহটি বলে জানিয়েছে পুলিশ।

মরদেহটি অন্য এলাকার হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। তবে ভূট্টা ক্ষেতের মালিক সফিকুল ইসলাম জানান, আমি ভূট্টার জমিতে পানি দেয়া লাগবে কিনা দেখতে গিয়েছি‌লাম পরে সেখানে জমির আইলে পড়ে থাকতে দেখি মাথাবিহীন নারীর লাশ। ভয় পেয়ে বাসায় এসে ৭ নং ওয়ার্ড মেম্বার আসাদুল হককে জানাই। পরে তিনিসহ আরো লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, জায়গাটি নির্জন এলাকা এবং চারপাশ ভূট্টা ক্ষেত রয়েছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। ভূট্টা ক্ষেতের মাঝখানে একটি মাথা বিহীন অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। বয়স প্রায় ২৫-৩০ বছর, পরনে ছিল কালো বোরখা পড়া, গায়ে লাল রঙের জামা রয়েছে, সবুজ রঙের পায়জামা আছে সাথে ছিল স্কার্ফ, পায়ে রাজিয়া সুজ নামে একজোড়া জুতা, লাশের পাশে আসামির এক জোড়া স্যান্ডেল ও একটি মানকি টুপি পাওয়া গেছে। তবে লাশ দেখে ধারনা করা হচ্ছে আজকে ভোরে অথবা সকালে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ