কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
৪ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা যান তিনি। আব্দুস সামাদ উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। এরপর থেকে গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছরের ৫ আগস্ট পায়ের উরুতে গুলিবিদ্ধ হন সামাদ। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান আছে। সম্প্রতি দেবিদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষ্য দিয়ে গেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available