• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাউফলে শ্বশুর-শ্বাশুড়িকে কুপিয়ে জখম, জামাই আটক

১৫ মে ২০২৩ দুপুর ০১:৩২:৪২

বাউফলে শ্বশুর-শ্বাশুড়িকে কুপিয়ে জখম, জামাই আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছে শ্বশুর-শ্বাশুড়ি। ১৪ মে রোববার দিবাগত রাতে বাউফল সদর ইউনিয়নের নকুলের হাট সংলগ্ন মিশ্রি বাড়িতে এই ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় হীরালাল মিস্ত্রী (৬৫) ও তার স্ত্রী কিরন বালা (৬০) নিজ গৃহে টিভি দেখতেছিল। হঠাৎ করে জামাতা ফনি ভূষণ (৩৫) ছুরি নিয়ে আকস্মিকভাবে তাদের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন।

এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে জামাতা ফনি ভূষনকে আটকে রেখে বাউফল থানায় খবর দিলে এস আই বাসারের নেতৃত্বে একটি দল ফনি ভূষনকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বাউফল হসপিটালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

হীরালালের মেয়ে শিল্পী রানী বলেন, আমার বাবা আমাকে ৮ কড়া জমি লিখে দেয়। উক্ত জমি আমার স্বামী ফনি ভূষণ তার নামে লিখিয়ে নেওয়ার জন্য আমাকে চাপ দেয়। আমরা তাকে জমি দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আমার মা-বাবাকে  ছুরিকাঘাত করে। আমার স্বামী সর্বদা নেশাগ্রস্ত থাকে। আমরা তার বিচার দাবি করছি।

ফনি ভূষণ দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নের নগেন হাওলাদারের সন্তান।

এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক বলেন, ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ফনি ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০