• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:০৮:০৬ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:০৮:০৬ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

৬ মার্চ ২০২৫ সকাল ০৯:৫৩:৩৯

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগী টেক্কা খান ৫ মার্চ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, আমার বাবা ও তিন চাচা ৪টি দলিল মূলে ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে ভোগ দখল করতে থাকেন। কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের এ সম্পত্তি ১৯৭৮ সালে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে রায় পেলে ২০১৫ সালে খ গেজেট থেকে ভূমি অফিস অবমুক্ত করে। এরপর আমরা খারিজের আবেদন করলে সরকারের স্বার্থ আছে বলে আমাদের খারিজ নামঞ্জুর করে দেয় ভূমি অফিস। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর আবেদন করলে আপিল মঞ্জুর করে খারিজের জন্য রায় দেন। তারপর ২০২২ সালে পুনরায় খারিজের জন্য আবেদন করলে খারিজ না দিয়ে কালক্ষেপণ করতে থাকে ভূমি অফিস। তখন জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রাণালয়ে আবেদন করলে ভূমি অফিসকে খারিজ দিতে নির্দেশ প্রদান করা হয়। তবুও আমার খারিজ প্রদান করেনি। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি খারিজের জন্য আবেদন করলে রিভিউ আপিল মামলা চলমান আছে বলে ভূমি অফিস খরিজ প্রদান করেনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মুশফিকুর রহমান জানান, টেক্কা খান গং গণ আদালতের রায়ে ভিপি সম্পত্তি থেকে অবমুক্ত হলেও এখনও ১নং খাস খতিয়ান থেকে বের হওয়ার রায় পান নাই। মামলাটি সিরাজগঞ্জ জজ আদালতে চলমান থাকায় খাজনা খারিজ দেওয়া সম্ভব নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাসস এমডির অপসারণের দাবি ডিইউজের
৬ মার্চ ২০২৫ বিকাল ০৩:২৫:০২