• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:৪৭ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:৪৭ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

৬ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৮:২৭

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার কদমতলী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা হোন্ডা শোঢাউন ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বীরতারা ইউনিয়ন বিএনপি ও তার সকল  সহযোগী অঙ্গ সংগঠন।

৫ মার্চ বুধবার বিকেলে বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী-ধনবাড়ী-কেন্দুয়া সড়কসহ কদমতলী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা মিলিটারি, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের নেতা মাহমুদুল কবীর পলাশ সহ অন্যান্য নেতারা। এ সময় তারা ৪ মার্চ মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা হোন্ডা শোঢাউনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতারা বলেন, দেশে অস্থিতিশীলতা, অরাজকতা ও নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে স্থানীয় ছাত্রলীগ কর্মী আখতারুজ্জামান শুভ, শাকিল রানাসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের জোর হস্তক্ষেপ কামনা করছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির ফারুক হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: রাজ্জাক ছুতু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদ আলম শামীম, ২নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন যুবদলের নেতা ফজলুল হক, আব্দুল হাই ফটিক, সোহেল তালুকদার, সাগর, মিলন আহম্মেদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
৬ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:২৭