• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১২:৪৭ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১২:৪৭ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জনগণের প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করা: দিপু ভূঁইয়া

৬ মার্চ ২০২৫ বিকাল ০৫:০৬:৩৭

জনগণের প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করা: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট, জনগণের প্রত্যাশা ছিল এই শহরকে যানজট মুক্ত করা। সেই প্রত্যাশার জায়গা থেকেই আমরা নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ এগিয়ে এসেছি।

৫ মার্চ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে কমিউনিটি পলিশের কার্যক্রমে অংশগ্রহণের জন্য ব্যবসায়িক সংগঠনদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চেক হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, যানজটের পাশাপাশি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের আরো যে সমস্ত সমস্যা রয়েছে আমরা সেইগুলোর দিকেও নজর দিব এবং ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকবো।

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের যানজটের দুর্দশা দেখে আমরা ব্যবসায়িক সংগঠন গুলো পাশে এসে দাঁড়িয়েছি। বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সরকারের পাশে আমরা যেভাবে থাকি নারায়ণগঞ্জের জনগণের পাশে, এখন প্রশাসনের পাশেও আমরা একই ভাবে আছি।

তিনি আরও বলেন, যানজট নিরসনের জন্য কমিউনিটি পুলিশের যে কার্যক্রম আমাদের পূর্বেও ছিল তারই ধারাবাহিকতায় আমরা অংশগ্রহণ করেছি। আর আমাদের এই অংশগ্রহণ রমজানের পরেও ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ব্যবসায়িক নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
৬ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:২৭