লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ভুট্টা খেত থেকে মস্তকবিহীন গৃহবধূর মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর পরিচয় মিলেছে।
৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এ এসপি (সার্কেল) ফজলুল হক।
নিহত ওই গৃহবধূর নাম হাসিনা বেগম (৪০)। তিনি জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। তার পৈত্রিক বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে গতকাল (৫ মার্চ) দুপুরে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টা খেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আজ (বৃহস্পতিবার) পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করে। তবে নিহত গৃহবধূর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা যায়নি। স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকার জানান, নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম চর কুঠীরপার গ্রামের মো. নবাব আলীর ছেলে। তিনি আরো বলেন, নিহত হাসিনার প্রথম স্বামী আশরাফুলের সাথে বিবাহ হলে ১টি কন্যা সন্তানসহ বিবাহ বিচ্ছেদ হয়। পরে দিঘলটারী গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তির সাথে তার দ্বিতীয় বিবাহ হয়। সেখানেও ১টি কন্যা সন্তান হলে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে গেলে আবার কন্যা সন্তান হয়। হাসিনা হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক কলহ ও টাকা পয়সা এবং মাদক বিষয়টি থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেফতারসহ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available