• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৮:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৮:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

মণিরামপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

৭ মার্চ ২০২৫ সকাল ০৮:৪৮:৩০

মণিরামপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাস এবং মুরগীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর বাঁধঘাটা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস এবং পিকআপভ্যান উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মণিরামপুরের বাঁধাঘাটা মোড়ে পৌঁছলে বিপরীত থেকে আসা মুরগীবাহী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস এবং পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নয় জনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরা হলেন পটুয়াখালীর রাসেল হোসেন (২৮), কুড়িগ্রামের আকাশ হোসেন (২৯), ঝালকাঠির কাইয়ুম হোসেন (২০), নওগার আবদুস সাত্তার (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার আবদুর রউফ (৬৫), মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলাম (৩২), লাউড়ী গ্রামের রাশিদা বেগম (৪৫), বাঙ্গালীপুর গ্রামের তাজাম্মুল হোসেন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার জয়ন্তী রানী (৬০)।

আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন রশিদ জানান, এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাসেল হোসেন ও আকাশ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনার পর বাস এবং পিকআপভ্যানটি উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ