• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২৭:০২ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২৭:০২ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তালাবদ্ধ শিক্ষক

৭ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৪:৪৪

সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তালাবদ্ধ শিক্ষক

নওগাঁ প্রতিনিধি: সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় এক শিক্ষককে থানায় ডেকে নিয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ওসি নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে। লক্ষ্মী রাণী নামের এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে নারী ও শিশু ডেস্কে সাড়ে তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে সেই শিক্ষককে ওসির রুমে এনে বসানো হয়।

ঘটনাটি ঘটেছে ৫ মার্চ বুধবার বিকেলে নওগাঁ সদর মডেল থানায়।

ভূক্তভোগী শিক্ষকের নাম নগেন্দ্র নাথ দেবনাথ। তিনি শহরের চক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তার গ্রামের বাড়ি পার বাঁকাপুর হলেও দেনার দায়ে জর্জরিত হয়ে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানেই থাকছেন।

জানা যায়, ব্যবসার কাজে ২০১৬ সালের দিকে লক্ষ্মী রাণীর কাছ থেকে চড়া সুদে তিন দফায় মোট সাড়ে ৪ লাখ টাকা নিয়েছিলেন শিক্ষক নগেন্দ্র নাথ। সেই টাকার বিপরীতে লক্ষী রাণীকে মাসিক মুনাফা হিসাবে ২২ হাজার টাকা দিতে হতো। একদিকে ব্যবসায় লোকসান, অন্যদিকে একের পর এক ঋণের বোঝা চেপে বসে নগেন্দ্র নাথের মাথার ওপর। তাই এক সময় পালিয়ে থাকতে হয়েছে তাকে। এমনকি তার এলাকার বিভিন্ন পাওনাদারদের কারণেও তিনি হয়েছিলেন এলাকা ছাড়া। এখনও যেতে পারেন না এলাকায়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। অনেকেই টাকা পাবে তার কাছে থেকে। তাই জিজ্ঞাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬