নীলফামারী প্রতিনিধি: নীলফামারী মেডিক্যাল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, যদি মেডিক্যাল নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে।
নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, নীলফামারী মেডিক্যাল কলেজটি সরানো কিংবা বন্ধ করার ব্যপারে অফিসিয়ালি কোন তথ্য পাওয়া যায়নি। তবে আগামী ১১ মার্চ মন্ত্রণালয়ে সভা রয়েছে। নতুন মেডিক্যাল কলেজগুলোর সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাবনা বিষয়ক এই সভা আহ্বান করা হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available