সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামে এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদের বিরুদ্ধে।
৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে পপি’র ম্যানেজার মো. মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো. মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার বিশ্বাস নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তর টাকা নিতে আসেন। তার কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দকে পিটিয়ে আহত করে।
আহত নন্দ মালো বলেন, বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারি নাই। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে।
তিনি আরও জানান, পপি এনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নিয়েছিলেন। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবে।
পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো. মোজাফ্ফর হোসেন বলেন, আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তির টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।
এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো. মমিনুল হক সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. মোতালেব বলেন, এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available