• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

রাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকর্মীদের জিম্মি করে গাছ লুট

৮ মার্চ ২০২৫ সকাল ১১:২৯:৫০

রাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকর্মীদের জিম্মি করে গাছ লুট

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বন বিভাগের দাবি, গাছগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।

৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকা সংলগ্ন কোদালা বিটে এ ঘটনা ঘটে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহবুব জানান, রাত ১০টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে যে, চন্দ্রঘোনা থেকে কিছু লোক এসে কোদালা বিট ঘেরাও করে গাছ কাটবে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং রাতেই ডিউটিতে নামেন। রাত ১টার দিকে ৪০-৫০ জন মুখোশধারী দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুড়ে বিটে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর বিট সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। দুর্বৃত্তরা এসময় বনকর্মীদের গায়েও হাত তোলে বলে অভিযোগ করেন তিনি।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, দুর্বৃত্তরা আধুনিক গাছ কাটার যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে গাছগুলো কেটে নিয়ে যায়। শুক্রবার সকালে বিষয়টি জানার পর রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বন আদালতেও মামলা করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে জিডি নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ