• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৩:৪৬ (09-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৫শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৩:৪৬ (09-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ শুরু

৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩৯:৪৪

বকশীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ শুরু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই ঊর্দ্ধমুখি বাজার দরের জাঁতাকলে বছর জুড়ে টিসিবি পণ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে স্বল্প আয়ের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া কার্ডধারী পরিবারের মানুষের মাঝে। বিশেষ করে রমজান মাসে দুইবার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো স্বল্পমূল্যে পেয়ে বেজায় খুশি উপজেলার সুবিধাভোগীরা।

সারা দেশের মতো ৬ মার্চ বৃহস্পতিবার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে উপজেলাতেও স্বচ্ছতার ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে নিয়োজিত ডিলাররা। এই টিসিবি পণ্য নিতে সকল শ্রেণির সুবিধাভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতেও দেখা গেছে। বিশেষ করে নারীদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।

৮ মার্চ শনিবার উপজেলার বাট্টাজোর ইউনিয়নের টিসিবির ডিলার মেসার্স মামুন এন্টারপ্রাইজ এ পণ্য বিতরণ শুরু করেন।

জানা গেছে, প্রতিটি ইউনিয়নে বিভিন্ন তারিখে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে। রমজান মাসে নির্দিষ্ট স্মার্ট কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে প্রতিটি প্যাকেজ মূল্য ৬৬০ টাকা। প্রতি প্যাকেজে ১৫০ টাকায় ৫ কেজি চাল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ১২০ টাকায় ২ কেজি ছোলা, ২০০ টাকায় ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ১২০ টাকায় ২ কেজি মশুর ডাল প্রদান করা হচ্ছে। যা একটি পরিবারের জন্য প্রায় এক মাসের চাহিদা পূরণ করবে। কিন্তু রমজান মাসের জন্য আগামী সপ্তাহে একই টিসিবি পণ্য সুবিধাভোগীরা আরেকবার পাবেন। ফলে সুবিধাভোগী প্রতিটি পরিবারকে আর এই রমজান মাসে খোলা বাজার থেকে বেশি দামে এই পণ্যগুলো কিনতে হবে না।

টিসিবির ডিলার জাকারিয়া হাসান বলেন, প্রতিবারের মতো এবারও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সরকারের নিয়ম মাফিক সংশ্লিষ্ট কর্মকর্তার পর্যবেক্ষণের মাধ্যমে এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্য ও অন্যদের সার্বিক সহযোগিতায় পণ্যগুলো বিতরণ করছি। মোবাইল অ্যাপসে ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করার কারণে একজনের পণ্য অন্যকে প্রদান করার কোন সুযোগ নেই। তাই আমরা স্বচ্ছতার মাধ্যমে কোনো প্রকারের অভিযোগ ছাড়াই পণ্যগুলো বিতরণ করে স্বস্তি পাচ্ছি। এছাড়া কাউকে বাদ দিয়ে সেই পণ্যগুলো বাহিরে বিক্রির কোনো সুযোগ নেই। টিসিবি বিতরণের সকল তথ্য সঙ্গে সঙ্গে সার্ভারে সংরক্ষিত হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলেই সকল তথ্য পর্যবেক্ষণ করতে পারছেন। তাই টিসিবি বিতরণে কোনো অনিয়ম করার বিন্দুমাত্র সুযোগ নেই।

ট্যাগ কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বলেন,স্ব স্ব ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নজরদারির মাধ্যমে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে। যেহেতু ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি বিতরণ করা হচ্ছে, সেহেতু কোনো প্রকারের অনিয়ম করার সুযোগ নেই। তাই টিসিবি বিতরণে ডিলার কিংবা অন্য কারও কোনো অনিয়ম করারও সুযোগ নেই।

তিনি আরও বলেন, টিসিবি বিতরণে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু মোবাইল অ্যাপসে প্রতি গ্রাহকের তথ্য পূরণ করে টিসিবি পণ্য দিতে হচ্ছে, সেহেতু একটু সময় লাগতে পারে। তাই কোনো হট্টগোল না করে ধৈর্য সহকারে উপজেলার সুবিধাভোগীদের শান্তিপূর্ণ পরিবেশে টিসিবি পণ্য গ্রহণ করে সরকারের গ্রহণ করা ভালো উদ্যোগকে শতভাগ সফল করার প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ