• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৬:১১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৬:১১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে ব্রিজের কাজ ফেলে রেখে ঠিকাদার পলাতক

৯ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৫:১০

টাঙ্গাইলে ব্রিজের কাজ ফেলে রেখে ঠিকাদার পলাতক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধলাপাড়া সড়কের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও তা ৫ বছরেও সম্পন্ন হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে ৪১ গ্রামের মানুষ।

জানা যায়, খাকুরিয়ার ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়। ব্রিজটি পুননির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দরপত্র আহ্বান করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চার’ ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা চুক্তিমূলে ২০২২ সালে ২০ মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যাদেশ পায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ করে। সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মাণ না করেই মেয়াদোত্তীর্ণ ব্রিজটি ভাঙা শুরু করে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদা মাটি দিয়ে পায়ে হাঁটার রাস্তা তৈরি করে। এতে প্রতিদিন শত শত রিকশা, অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার চলাচল করতে সমস্যা হচ্ছিল। অবশেষে ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ না করইে সাব-ঠিকাদার সাইফুল ইসলাম পালিয়ে যান। প্রায় ৫ বছর ধরে ব্রিজ না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, প্রতিবছর ১/২ মাস কাজ করে উধাও হয়ে যায় সাব-ঠিকাদার সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে ১৪-১৫টি চেক জালিয়াতি মামলাও রয়েছে। বর্তমানে তিনি পলাতক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটির সম্পূর্ণ কাজ শেষ করার দাবি জানান তারা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১