নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে এক সমন্বয়ক পরিচয় দানকারীসহ দুই দালালকে আটক করেছে যৌথবাহিনী।
৯ মার্চ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন- ইকবাল হোসেন ও সমন্বয়ক পরিচয়দানকারী জিদান।
এদিকে আটকের পর পুলিশের গাড়িতে উঠে সমন্বয়ক পরিচয়দানকারী জিদান চিৎকার করে বলেন, আমি সমন্বয়ক, আমি আন্দোলন করেছি। আমাকে ধরে নিয়ে যাচ্ছে।
হাসপাতালের স্টাফসহ স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এই জিদান গত ৬-৭ মাস ধরে হাসপাতালে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। এর মাঝে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বদলি করার হুমকি দেয়া হতো।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, জিদান নামে একজন নিজেকে ছাত্রদের প্রতিনিধি দাবি করে এখানে থাকতো। আর আরেকজনকেও ধরেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available