• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:১৮:২৬ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:১৮:২৬ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

৯ মার্চ ২০২৫ রাত ০৯:১৪:০৪

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

৯মার্চ রোববার সকাল ১০ টার দিকে অত্র জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা এবং  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময়, আগুনে পুড়ে যাওয়া ১টি পরিবারের জন্য সম্প্রীতি ঘর নির্মাণ, কবুতরছড়া দারুল আকরাম নূরানী মাদ্রাসার জন্য ১টি ঘর নির্মাণ, সড়ক দূর্ঘটনায় আহত ১ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১ জন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০টি পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এন এম ইমতিয়াজ চৌধুরী ৫১৫ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্তৃক মো. শরিফ উদ্দিন, গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে. কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি, পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা জুমা, অপর সদস্য জয়া ত্রিপুরা এ সময় উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে.কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
৯ মার্চ ২০২৫ রাত ০৯:০৫:৩৬