পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দেবে।’
তিনি ৯ মার্চ রোববার সন্ধ্যায় নরসিংদীর-২ পলাশ নির্বাচনী আসনের পাঁচদোনার খোদেজা কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, অন্যায়-অত্যাচার চিরদিন টিকে থাকতে পারে না। আমাদের উপরে একজন আছেন, তিনি এইগুলো দেখছেন। আমরা চেষ্টা করে অনেক সময় সফল হই। আবার অনেক সময় সফল হতে পারি না, তখন আল্লাহ রাব্বুল আমাদের সহায় হন। দেশে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপর মহান আল্লাহ তায়লার রহমত বর্ষিত হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির) প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available