• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:৩০:১২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:৩০:১২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর কথিত এপিএস যুবলীগ নেতা শেখ সাঈদ গ্রেফতার

১০ মার্চ ২০২৫ সকাল ০৯:৪৩:২৫

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর কথিত এপিএস যুবলীগ নেতা শেখ সাঈদ গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কথিত এপিএস পরিচয় দানকারী পৌর যুবলীগ নেতা শেখ সাঈদকে (৫২) গ্রেফতার করেছে ঢাকা জেলা উওর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

৯ মার্চ রোববার সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, রোববার বাজার রোড থেকে শেখ সাঈদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে।

পুলিশ জানায়, শেখ সাইদ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মন্ত্রীর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ