রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বহুল বিতর্কিত সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে প্রধান আসামী করে নাম উল্লেখ পূর্বক ২২ আসামীসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। ৯ মার্চ রোববার বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৩১) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন, বাঘাইছড়ি পৌরসভার বহিষ্কৃত মেয়র জমির উদ্দিন, আমতলী ইউপির বহুল বিতর্কিত সাবেক চেয়ারম্যান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন আল মামুন (৬২), আওয়ামী লীগ নেতা আলী হোসেন (৬০), মো. কামাল হোসেন (৪৮), মো. ইকবাল হোসেন (৩৬), মো. হারুন (৫০), মো. আব্দুল গফুর সুবেল (৩২), মো. মামুনুর রশিদ (৩৪), মো. শামীম (২৮), মো. ইয়াছিন রানা (৩৬), মো. তরিকুল ইসলাম সোহেল (৩৭), মো. ইমরান হোসেন (২৫), মো. ইউনুছ আলী (২৬), মো. আনোয়ার হোসেন বাপ্পী (৩৩), মো. আজগর আলী (৩৫), মো. আব্দুল জলিল ফাহিম (৩২), মো. ইমরুজ তামিম জিসান (২৮), মো. সাইফুল ইসলাম খান (২৬), মো. নাছির উদ্দিন (৪৫), মো. শহিদুল ইসলাম মিঠু (৪০) প্রমুখ।
বাঘাইছড়ি থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে মো. তরিকুল ইসলাম সোহেল(৩৭) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা সমাবেশের আয়োজন করেন। হঠাৎ বিপক্ষ দলীয় লোকেরা তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সমাবেশে উপস্থিত থাকা নেতাকর্মীরা মাথাফাটা, কুপিয়ে জখম, হাড়ভাঙ্গা, নীলাফুলাসহ বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া, নেতা-কর্মীদের ব্যবহৃত ১৫টি মোটরসাইকেল ভাংচুর এবং ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকার উপরে ক্ষতিসাধন হয়।
বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, বিগত দেড় যুগে মামলা-হামলা করে বাড়ি ছাড়া করে রাখার পরেও বর্তমান সময়ে পতিত সরকারের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা যায়নি। দলের সিনিয়র নেতাদের একটি পক্ষ আওয়ামী লীগের নেতাদের সাথে আতাঁত করে মামলা করা থেকে নিজ দলের নেতাকর্মীদের নিরুৎসাহিত করেছেন বলেও দলের আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
উল্লেখ্য, রাঙামাটি জেলায় পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক বাঘাইছড়ি উপজেলায় এটিই প্রথম মামলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available