• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৫২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৫২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদ‌হে ধর্ষণবি‌রোধী মানববন্ধন অনু‌ষ্ঠিত

১০ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৬:৩২

ঝিনাইদ‌হে ধর্ষণবি‌রোধী মানববন্ধন অনু‌ষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ ও নারী স‌হিংসতা, খুন, ছিনতাই, ডাকা‌তি, দুর্নী‌তি এবং ধর্ষক‌দের স‌র্বোচ্চ শা‌স্তি মৃত্যুদ‌ণ্ডের দা‌বি‌তে সাধারণ ছাত্র সমা‌জের উদ্যো‌গে ঝিনাইদহ শহ‌রের পায়রা চত্ব‌রে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১০ মার্চ সোমবার সকা‌লে ঝিনাইদহ সরকারী কে‌সি ক‌লে‌জ থে‌কে সাধারণ শিক্ষার্থীরা এক‌টি ‌বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। এটি শহ‌রের পায়রা চত্ব‌রে এসে শেষ হয়। এসময় সেখানে এক‌টি সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

সরকারী কে‌সি ক‌লে‌জের ছাত্র মো. স্বাধীন আহ‌মে‌দের উপস্থাপনায় সমা‌বে‌শে বক্তৃতা রাখেন কে‌সি ক‌লে‌জের ছাত্রী জান্নাতুল ফের‌দৌস, ঝিনাইদহ সি‌টি ক‌লে‌জের ছাত্র রিহান হো‌সেন রায়হান, কে‌সি ক‌লে‌জের ছাত্র হুমায়ন ক‌বির ও সাইদুর রহমান।

সমাবেশে বক্তারা ব‌লেন, ফ্যা‌সিস্ট হাসিনা পা‌লি‌য়ে গে‌লেও তার দোসরা দে‌শেই র‌য়ে গে‌ছে। এরাই আবার দেশ‌কে অস্থিতিশীল করার জন্য খুন, ধর্ষণ, ডাকা‌তি, ছিনতাই শুরু ক‌রে‌ছে। যা‌তে জুলাই বিপ্ল‌বকে জনগ‌ণের কা‌ছে প্রশ্নবিদ্ধ করা যায়। 
সমা‌বে‌শে বক্তারা নারী ধর্ষক‌দের স‌র্বোচ্চ শা‌স্তি মৃত্যুদ‌ণ্ডের বিধান ক‌রে নারী সমাজ‌কে সুরক্ষা প্রদা‌নের আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ