• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:২৫:০৩ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:২৫:০৩ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, অভিযুক্তকে ৬ মাসের সাজা প্রদান

১০ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:২৯

শ্রীপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, অভিযুক্তকে ৬ মাসের সাজা প্রদান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ৪ বছরের শিশুকে পুড়ানোর অভিযোগে অভিযুক্তকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, চার বছরের মানহা মায়ের কোলে চড়ে এসে ছিলো উপজেলা নির্বাহী অফিসারের বার্যালয়ে। শরীরে পোড়া ক্ষত। কি হয়েছে মা? মৃদু হেসে অস্ফুট স্বরে উত্তর দেয় আব্বু পুইড়া দিছে। কি দিয়া? ছুড়ি দিয়া। অবুঝ মানহা মায়ের পরকীয়া প্রেমিকের নির্মম নির্যাতনের শিকার।

গত চার মাস ধরে তার উপর চলছে নিষ্ঠুর নির্যাতন। পরকীয়া পেমের মাঝে কাঁটা হয়ে পড়ে মানহা। মায়ের নিরব সম্মতিতেই চলতো নির্যাতন। শুক্রবার রাতে গ্যাসের চুলায় ছুড়ি পুড়িয়ে মানহার কাঁদে-হাতে-ঘারে-গলায়-গালে-কানে ছ্যাঁকাদেয় কথিত পাষন্ড বাবা। ঘরেই অটকে রাখা হয় তাকে। রবিবার সন্ধ্যা এক ফাঁকে বেরিয়ে পড়ে মানহা। পাশের বাসার লোকজন তার শরীরে পুড়া ক্ষত দেখে । খবর পেয়ে রাতেই পুলিশ ওই শিশুকে উদ্ধার করে।

শিশুর কথিত বাবা সামসুজ্জামান ওরফে মান্না (২৫) নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার তালুয়াচাঁতপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। মা, রুমি আক্তার ফেনি জেলার দাগনভূইয়া থানার সিনুরপুর গ্রামের জাফর আহাম্মদ ওরফে বাচ্চুর মেয়ে । দু’জনেই টিক টক করতো। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার কলাবাগান এলাকার মো. ফজলুল হকের বহুতল ভবনের চারতলায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতো তারা।

রবিবার রাতে ভবনের ভাড়াটিয়াগন পুলিশের সহায়তায় শিশুকে উদ্ধার করে মান্না ও রুমিকে নিয়ে আসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ ও সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল জানান অভিযুক্ত মান্নাকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়মাসের সাজা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ